বাংলাদেশের একমাত্র বিএসসি মেরিন ইঞ্জিনিয়ার/নটিক্যাল অফিসার তৈরীর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমী। এটি ১৯৬২ সালে কর্ণফুলী নদীর পূর্বপার্শ্বে চিরসবুজ পাহাড়ের পাদদেশে ১০০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয়। যা ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি মালমো, সুইডেন এর একটি শাখা হিসাবে পরিচালিত হয়। ২৬ ফেব্রুয়ারি ২০১১ সালে শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসাবে এই একাডেমীর যাত্রা শুরু। এই বিশ্বমানের একাডেমী সর্ব প্রথম পূর্ব এবং পশ্চিম পাকিসত্দানের ২১ জন করে মোট ৪২ জন ক্যাডেট নিয়ে যাত্রা শুরু করে। যা বর্তমানে ১২০ জনে উন্নীত করা হয়েছে। মেরিন একডেমীর উদ্দেশ্য হলো কৌশলসূচক প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের ওয়ার্ল্ড ক্লাস মেরিটাইম লিডার হিসাবে গড়ে তোলা। সর্বোপরি মেরিন একাডেমী ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলে যেন তারা সমুদ্রের দু:সাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জকে অসম সাহসিকতার সাথে গ্রহণ করতে পারে।
ভর্তির যোগ্যতাসমূহ:
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান শাখা থেকে SSC ও HSC উভয় পরীক্ষায় কমপক্ষে GPA-৩.৫০ পেয়ে পাশ করতে হবে এবং HSC গণিত থাকতে হবে। (HSC গণিত GPA-৩.৫০, পদার্থ GPA-৩.৫০, ইংরেজিতে GPA-৩.০০ পেতে হবে। HSC পরীক্ষার্থীরাও মেরিন একাডেমী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে)।
শারীরিক যোগ্যতা পুরুষ-
উচ্চতা-৫'৪'' (নূ্যনতম), ওজন-৫০ (উচ্চতা অনুযায়ী পরিবর্তন হতে পারে) কেজি,